সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক মহোদয়ের সুষ্ঠু তত্ত্বাবধানে এবং কলেজ গভর্নিং বডির বর্তমান সভাপতি, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সভাপতি ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ,এসজিপি,বিজিবিএম,পিএসসি মহোদয়ের নেতৃত্বে গঠিত গভর্নিং বডির সুদক্ষ পরিচালনায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য উন্নত শিক্ষাদান ও চরিত্র গঠনের কাজে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ নিবেদিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত ও অনুমোদনপ্রাপ্ত এবং ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনায় পরিচালিত । ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালের (CMW) উত্তর-পূর্ব পার্শ্বে, জিয়া কলোনি-এমইএস ফ্লাইওভারের পশ্চিমে এবং জেনারেল মুস্তাফিজ স্মরণি সংলগ্ন মনোরম প্রাকৃতিক পরিবেশে, মূল শহরের কোলাহল ও দূষণমুক্ত এবং স্বাস্থ্যকর পরিসরে এ প্রতিষ্ঠানটির অবস্থান ।
এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয় । তখন এটি ইউনিট স্কুল নামে পরিচিত ছিল। ১৯৫১ সালে ক্যান্টনমেন্ট বোর্ড গঠিত হলে ১৯৫২ সালে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে । এটিই দেশের ক্যান্টনমেন্টসমূহের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান । ১৯৭১ সালে মহান স্বাধীনতা অর্জিত হওয়ার পর মুক্তিযুদ্ধে শাহাদৎবরণকারী শহীদ রমিজ উদ্দিন, বীর বিক্রম-এর নামানুসারে অত্র প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় শহীদ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় । উক্ত প্রতিষ্ঠানটি ৫ই অক্টোবর ১৯৯৮ সালে কলেজে উন্নীত হয় এবং নামকরণ করা হয় শহীদ রমিজ উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালিন প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, বীর বিক্রম, এনডিসি, পিএসসি অত্র প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক শাখা উদ্বোধন করেন। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হয় । ২০০২ সালে শিক্ষাবোর্ডের অনুমতি সাপেক্ষে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়, শহীদ রমিজ উদ্দিন কলেজ। বর্তমানে কলেজটির পুনঃনামকরণ করা হয়েছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ । এ নামেই প্রতিষ্ঠানটি পরিচিতি লাভ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতিক্রমে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ হতে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয় এবং বিএ, বিএসসি ও বিএসএস (পাস) কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে কলেজটিতে স্নাতক (সম্মান) কোর্সে ০৬টি বিষয় চালুর উদ্যোগ নেয়া হয়েছে।